একটি প্রণয়ের স্মৃতি মাত্র তিনটি দিনের
সব সুন্দরের মৃত্যু হয়..........


তারা ডাকতো বুনো গোলাপ নামে -
নাম ছিল এলিসা ডে
কেন এ নামে ডাকতো আমায়
ছিলো অজানা!


প্রথম দিন আমি তাকে দেখেছিলাম
যেন সেই একজন, একজন অসামান্য নারী
তাকিয়ে হাসছিলো
ঠোঁট যেন তার গোলাপের রঙ
নদীর ধারে জন্মানো, বুনো আর রক্তাক্ত!


দরজায় করাঘাত!
কামরায়  ধীর পায়ে,এগিয়ে এলো সে
চুপিসারে
অজ্ঞাত শঙ্কায় কাঁপছি,
তার কোমল আলিঙ্গনে দূর হয়ে গেলো


আমার প্রথম পুরুষ, খুবই সতর্ক স্পর্শ
আমার গাল বেয়ে বহমান অশ্রুধারা
মুছে দিলো কোমল হাতে ;


দ্বিতীয় দিনে, তাকে একটা ফুল দিয়েছিলাম
সে ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর নারী
" তুমি  জানো কি এই রক্তাক্ত  বুনো লাল গোলাপ কোথায় হয়"?


দ্বিতীয় দিন একটি লাল গোলাপ হাতে  এসেছিলো
-" তুমি কি তোমার হারানো স্মৃতি আর দুঃখ গুলো আমাকে দেবে?"
মাথা নেড়ে বিছানায় শুয়ে পড়লাম ;
"এই গোলাপ কোথায় হয় তোমাকে তা দেখাবো " মৃদু স্বরে আহ্বান!


তৃতীয় দিন, নদীর ধারে নিয়ে গেল
আমরা চুম্বন করেছিলাম
শেষ স্মৃতি যা মনে পড়ে -
তার মৃদু হাসি আমার 'পরে
হাতে ছিলো ভারী পাথরের খণ্ড!


শেষ দিন তাকে দেখালাম কোথায় গোলাপ জন্মে
নদীর পাড়ে
শুয়ে ছিল তার মৃত দেহ
বাতাস বইছিল মৃদু আলোর রহস্যময়তায়!
বিদায় জানালাম -
"সব সুন্দরের মৃত্যু হবে "
নদীর জলে তার গোলাপি ঠোঁটে পুঁতে দিলাম রক্তাক্ত বুনো গোলাপ।


....................................