হরি,তুমি নাকি ছাড়ছ দেশ,কাটাতার পেরিয়ে যাচ্ছ বিদেশ?


আজ্ঞে মশাই,শুইনেছি ঐ দ্যাশেতে মোদের জাত ভাই আছে,
দুর্গা পুজায় মা আসে,লক্ষি আসে প্র‍ত্যাক পুজায়,
বাজি ফাটায়ে আকাশ আলোয় ভইরে দ্যায়।


দিব্য জ্ঞানে তুমি বোকাই রইলে,
আলোর আশায় দেশ মাতাকে দূরে ঠেলে চলে যাবে?
কর্ম তোমার বৃথাই হরি;
জন্মভুমি মাতৃসম,
মায়ের সেবায় কোথায় তুমি! উল্টো তুমি যাচ্ছ মায়ের স্নেহের স্বর্গ ছেড়ে।


কত্তামশাই,মুই তো মুক্ষ শুক্ষ মানুষ,বুঝি না গো মায়ের স্নেহ,
মনে আছে কত্তামশাই,কি এক গন্ডগল হইল দ্যাশের মইদ্দে,
মন্ত্রি নাকি গদি ছাইড়বে না! কি যে গন্ডগল;
কত্ত মাইনশের ঘর পুড়ল,তাতেও তারা না ছাইড়ল গদি।
মনে আছে কত্তা,আমাদের ঘরটা পুইড়ল,
মুই তখন ছোট আছিলাম,
শুইনেছি মায় নাকি লক্ষি ছাইড়ে ঘর থাইকে বাইর হইবেক না,
আগুন জ্বইল্ল,সেকি আগুন;
মোর মায়ে সেই আগুনের সাতে ছাই হয়া গেল।
কত্তা মশাই ভুইলে গেছি মায়ের আদর,
মায়ের ভালোবাসা কারে কয়?
গেল বছর মহাজনে কইল দ্যাশে কোন হেদু থাইক্তে পাইরবে না,
দ্যাশ মা হইল মুসলমানে।
এরেই কয় মায়ের ভালোবাসা?
দ্যাশের মুন্ত্রিরা কয় দ্যাশে নাকি সবাই শান্তিতে থাইকবে,
মায়ে পুইড়া ছাই হওনের পর থাইক্কা কত মুন্ত্রি আইল,
সব্বাইকে একলগে ডাইক্কা কইল এইডা তোমাগরে দ্যাশ,
তোমরা চিকিৎসা পাইবা,শান্তিতে থাইকবার পাইরবা,কোন অশান্তি থাইবে না,
কত্ত সুন্দর কইরা সব্বাইকে বুঝাই গেল,
প্রত্যাক বার বড় বড় লোক আসি ম্যলা কতা শুনাই যায়,
পরথম পরথম হাত তালি দিয়া খুশি হইতাম,
ভাইবতাম এইবার মোদের জায়গা অইবেক,পোড়া ঘরে নতুন করি ঘর বাধাইব,
কত্তামশাই কত্ত মন্ত্রি আইল গেল,মোর পোড়া ঘর আর নতুন কইরা বাধাইতে পারি নাই গো।
কত্তামশাই আমাগরে দ্যাশ মা ভালোবাসে না গো;
ভালবাসা আছ ঐ মহাজনের ঘরে,
বাপের মুখে শুইনছি মহাজন ৭১ গন্ডগলে শান্তি কমিটির হেড আছিল,
মহাজনের ভয়ে বাপে বডার পার দিয়া ইন্ডিয়ায় গেছিল,
দ্যাশ যখন স্বাধিন হইল, মহাজন মুক্তি যোদ্ধায় নাম লেখাইল,
মোর বাপে দ্যাশে আইল,ঘর বাইধল।
মহাজনে মোর বাপের ভিটায় আগুন লাগাইল,
বাপ কষ্ট মইরা গেল,মায়ে পুড়ল আগুনে,
মহাজনে কইল দ্যাশে কোন হেদু থাইবেক না।
পরে মুন্ত্রি আইল,কত্ত ভালো কতা কইল।
কত্তামশাই তবুও পোড়া ঘর ঠিক হইল না।
কত্তা মশাই শুইনলাম গত বছর নাকি মহাজনে মইরা গেছে,
কত্ত লোক আইল,মুন্ত্রি আইল,
কত্ত মানুষ খাওয়াইল,মোগ লাইজ্ঞা আলাদা রান্না অইছিল গো,
সব্বাই কইল মহাজনে দয়ালু,মইরাও সবার জন্য খাওয়াই গেল,
মুই ও গেছিলাম, গত কয় দিন চুলায় আগুন জ্বলে নাই গো কত্তাশাই,
পেট ভরি খাইয়া মহাজনের লাইগা দোয়া কইল্লাম,
ভগবান তুমি মহাজনরে স্বর্গে নিও।