নিরু,তোমায় নিয়ে মেলব ডানা;
প্রজাপতির রঙ্গিন ডানায়;
তেপান্তরের দিগন্তে পানে,
সাত সুমুদুর তের নদী পেরিয়।
শুনছ নিরু,ভাবছি আমি তোমায় নিয়ে;
নেশার তালে রঙের জলে,
মেলছি ডানা স্বপন বুনে।
শুনছ আমায়?
জলের তলে শ্যাওলা পরে,
জলের প্রেমে নৃত্য চলে,
শ্যাওলা জলে কুলকুলিয়ে;
শুনছ তুমি,দূর আকাশে মেঘের ডাকে বৃষ্টি পরে,
প্রেমের দোলে বিজলী জ্বলে।
তোমার ঠোটে কাঁপন উঠে,
নদীর বুকের বাধ ভাঙ্গে আমার হৃদয়ের খেই হারিয়ে।