মাংসপিন্ডের মত জমাট বেধে পরে ছিলাম,
হৃতপিন্ডের গভীর থেকে বেরুছে সিগারেটের পোড়া গন্ধ;
রক্তক্ষরনের মৃদু শব্দ,
নিস্তব্ধ বনে শুকনো পাতার মরমর ধ্বনির মত বাম কানে অবিরাম বেজে যাচ্ছে,
অচেনা রাত পাখির তীব্র চিৎকারে বুকের বাম পাশটা চিরে যাচ্ছে;
হাসপাতালের বেডে অর্ধমৃতের মত মৃত্যু দূতের অপেক্ষমান।


নীল শাড়ির আচল আচমকা দমকা বাতাসে,
তোমার লালচে ব্রাউজার বেরিয়ে পরে,
আমি তখন তোমার গোলাপী ঠোটের দিকে তাকিয়ে।
নিথর মাংশপিন্ডের প্রাণের সঞ্চার হয়,
মরমর ধ্বনি তীব্র থেকে তীব্র তর হয়,
হৃতপিন্ডের বাম কয়েক মিনিট স্তব্ধ হয়।
আরেকটা জীবনের সুচনা হয়,
নতুন আরেকটা কবিতার সুচনা হয়।