ছন্দপতনের সেকি যন্ত্রণা,
সর্পযুগলের বিষাক্ত ছোবলের বিচ্ছেদ,
পুর্নিমার রাতে জোসনার বিচ্ছেদ।
নিরু,তুমি কি শুনতে পাও বাতাসে গানের বিচ্ছেদ,
জোসনার চাদরে ঢাকা বকুল তলে শুভ্র ঘাসের বিছানার বিচ্ছেদ;
কণ্ঠে ছন্দপতনের বিষাদ গাঁথা কবির কবির কবিতা।
ঘাস বনে জোসনা উথলে পরে,পুকুরের জলে জোসনার ঢেউ খেলে,
জলের তলে তোমার পায়ের ঢেউ তোলা সুর,
নূপুরে পানিতে এক দ্বান্দিক সুরের মুর্ছনার বিচ্ছেদ;
আজো চন্দ্রের বুকে রয়ে গেছে কলঙ্ক হয়।