আজ সানাই বেজেছে, পৃথিবী সেজেছে
সোনার মোড়কে জড়িয়ে এসেছে, কিছু হাড়-মাংস!
সাথে ফরমান, ক্ষুধা পেলে চিড়ে খাস
যতক্ষণ না মেটে মনের পিয়াস।
তুই ই তো মহারাজ, মালিক এই মাংসপিণ্ডের
যখন যেভাবে খুশি খেয়ে নিবি প্রাণভরে
ধূর! ও তো অবলা, ওর আর কি থাকতে পারে বলার
চটকে চটকে মজা নিবি, খামচে খাবি যত ইচ্ছা খাওয়ার।
আজ সানাই বেজেছে, পৃথিবী সেজেছে
হয়েছে দলিল সকল ইচ্ছা অভিপ্রায়
সব কিছুই দিয়েছে সপে, শুধুই দু'মুঠো ভাতের আশায়!
শরীর দিয়েছে, ইচ্ছে দিয়েছে, জমা দিয়েছে স্বাদ-আহ্লাদ
সকল কিছু সপে দিয়েও পায়নি একটি প্রেমময় প্রভাত।
প্রতি গোধূলি রাঙ্গায় সে শুধুই এক আশে
আজ রাত্রিতেই বুঝি আমার বাসর রাত আসে।
বাজান তারে বিয়ে দিয়েছিল সুখে রবে বলে
সুখ কি তবে দাঁতে দাঁত চেপে শুয়ে থাকা তলে?
সোহাগ যদি নাই বা পেল আবাদ হলো কেন,
কে ই বা চায় এমন সংসার, পতিত হওয়া ই ছিল ভালো।
মুখের হাসির তলে তবু তো অন্তর জ্বলতো না
শরীর যদিও নষ্ট হতো, মন তো হইতো না।