আমি শুধুই পাগল


তোমারই জন্য হে অনন্যা।


তুমি আর আমি অভিন্ন সত্ত্বায়


বিরাজমান একই সূত্রে গাথা।


তোমার আদি অন্তে পাগলামী


আমার ছন্দ পতনের সংসাজ।


স্বপ্ন দেখি আপনাপর তোমারই রীতির


সংক্ষিপ্ত স্মৃতির বেদীতে মরন আমার।


বেহুঁশ মাতাল পাগল উদভ্রান্ত


দিগন্তের অবলা পড়ন্ত বসন্তের এই আমি।


দৈবিক তুমি হও বিরহের চৌচির হৃদয়ে সুশীতল


স্পর্শ কাতর অনুভুতির মাহফিলে প্রান ভৌমর।


ইতি আমিই তোমার আগমনী আরাধ্য


প্রেমেজর্জর অনার্থক চন্দ্রবিন্দু।