কেন যে এ বাঁধনে বেঁধেছ আমায়
বেদনার মঞ্জিলে বিষণ্ণ মায়ায়?
কেন যে এ বন্ধন করিয়াছ সৃষ্টি
যাযাবরে দিয়েছ ভাল লাগার দৃষ্টি?
অনুভূমির মাহফিলে অসার দেহ খানি...
মোহে মোহান্নিত রুপকার তারে টানি।
কেন যে হৃদয় তোমাকে চায়
চর্ম্ম আস্তিনের তাপীয় নিবিড়তায়?
কনায় কনায় জোর প্রতিধ্বনি
শ্রেনী ভেদ হীন রক্তে রঞ্জিত ধরা খানি।
কেন যে আকাংখা আসে মনে
কামনা জাগে অপরুপার কোন রুপ আগুনে?
দুর্দমনীয় স্পর্শ কাতর ইচ্ছা বৃত্তি গুলো
অসহায় একাকীত্বে বিব্রত ইন্দ্রিয় সব হারালো।