স্বাধীনতার অপূর্ণ যাত্রায়
চৈত্রের অসহনীয় রোদ আর ক্ষরায়
বিরামহীন খেটে খাওয়া মানুষের
স্বপ্নহীন চেয়ে থাকা অবয়ব ।
হৃদয়ের অলিগলিতে দ্বন্দের মূর্ছনায়
ক্ষত বিক্ষত হয় সময়ের বৈরিতায় ।
নিরবে নিভৃতে কালের ছোবলে
জন্ম নেই পথ শিশু
ভদ্র বেশী শকূনের কল্যাণে ।
পথে প্রান্তরে কোটি কোটি জনতার ভিড়ে
চাতক পাখীর মত চেয়ে আছে
যাযাবর মাতৃক্রোরের সন্তানরা ।
কাল ধূয়া যুক্ত ধুলাবালির বিষাক্ত বাগানে
বেড়ে উঠা পুঞ্জীভূত দুঃখী মানুষের নগ্ন শরীর ।
উলঙ্গ অন্ধকার সকৌতুকে সাংবিধানিক
সমাজের উরুর মধ্যবর্তী আগ্নেয়গিরিকে
ঘুমিয়ে রেখেছে অলৌকিক মন্ত্রবলে ।
বাতাসে হৃদ স্পন্দন ক্ষুধার শরীরে
নর্তকীর সময় কাঁপানো স্বেচ্ছাহীন আলীঙ্গন ।
মনুষ্যকীট বিস্মিত বৃত্তে
যঘৃণ্য পাপের উৎচ্ছাসে উব্ধত ক্ষুদ্রের বিধাতা ।