ধরেছে দ্বন্দ বঞ্চনার
নি:সঙ্গ মিলনে।
একাকার দাম্ভিক
প্রলাপে স্তব্ধ।
বাকরুদ্ধ স্থির নয়ন
বাতাসে অস্থির
প্রবল দংশনে।
নিরুপায় আমিত্ব
নষ্ট সময়ের পুরোহিত।
অবচেতনায় সার সংক্ষেপ
আরতি নিয়তির কাছে।
কেন স্বপ্নের লালন
সব পাত্রের নয়?
প্রলুব্ধকর মায়াবী
ছলনায় বিকশিত
বিনাশে নি:স্ব
মানবতার চির অবক্ষয়।
এখন আর নয়
অনিয়ম ঘিরে বসেছে
সাধের পারাবারে।
অতিরঞ্জিত ছলনার
নাটকীয় আনুষ্ঠানিকতায়।