চট্রগ্রাম বন্দর তুমি বাংলাদেশের হৃদয়
কল্পনার ক্লান্তিহীন অর্থনীতির সাতকাহন।
যুদ্ধ বিধ্বস্ত মানুষের মেরুদণ্ড
অন্ন আর জীবিকার পথের দিশা।
উন্নতির আকাশ স্পর্শী সোপান
ক্ষুদা আর দারিদ্র মানুষের মুক্তির গান।
নব চেতনায় ঘুরে দাঁড়ানোর বিশ্বয়
বিশ্বদরবারে মাথা উঁচু করার দৃঢ় প্রত্যয়।
সৃষ্টি আর সৃজনশীলতায় তুমি রেখেছ চিহ্ন
বাংলাদেশের অর্থনীতিকে তুমি করে চলেছ পরিপূর্ণ।