মানুষের স্বার্থ
কোথায় অর্থ?
সভ্যতা নিপীড়িত
কথায় মর্ত্ত।
যন্ত্র চালিত
বিবেক সচেতন;
বাহ্যিক নাট্যরূপ
দাম্ভিক মোশান।
নারী কল্যান
নয় তো ধর্ষণালয়;
সবই যুগের শ্রেষ্ঠ
আকর্ষণ আর প্রলয়।
অস্তিত্ব বিপর্যয় গ্রস্ত
তবুও নেশায় আসক্ত।
অভ্যাস বলে নিম্নে গমন
দেহতরী ভগ্নাংশ রপ্ত।
সৃষ্টির অন্তে
সৃষ্টিকর্তায় অসীম,
সব কিছু ব্যাতীত।