ধরণীতে জীবন ধারন
কখনো হাঁসি কদাচ কান্দন।
সৃষ্টির কোলাহলে মনুষ্য সকল
স্বপ্ন ভাঙ্গা গড়ার কাজে মশগুল।
অবেলায় অসময়ে নিরবে
হৃদয়ের যন্ত্রনাগুলো কাল হয়ে রবে।
স্থান ভেদ করে স্বপ্নের আনাগোনা
যন্ত্রনার উচ্ছ্বাস নিয়ে আসে বঞ্চনা।
নিয়তির প্ররোচনায় নাটকে অভিনয়
লক্ষ কোটি বাসনার অপমৃত্যু হয়।
শূন্য এই অন্তরালে ঝরে রক্ত ধারা
বিরামহীন হতাশার কাফন মোড়া।
দৃষ্টি অস্বচ্ছ দেখা তো আর যায় না
কল্পনার ইতি টান কেন জানি হয় না ?