তিব্র আবেগের দাঁড় প্রান্তে
অনুভূতির বিশাল পার্থক্য ,
তবুও চেয়ে আছি নিজের অজান্তে
আশাহীন অদৃষ্টের করুণায়,
ক্ষীন ভালবাসার চোরাবালিতে
হামাগুড়ি দিয়ে চলেছি কোথায়?
দাক্ষিণ্যের পূর্ণতা পাব না হয়তো
চলমান সময়ের তিক্ত অভিজ্ঞতায় ।
যাযাবর মন তবু ও চেয়ে আছে
অনাগত ভবিষ্যতের দিকে ।
অচেনা পথ ধরে হাঁটি হাঁটি
পা পা করে আত্ন নির্ভরশীল
পথে ছুটে চলেছি দ্বিধা নিয়ে ।
কবে কখন কোথায় জীবনের
স্থায়ী ঠিকানার অবসান হবে ?