দিন দুপুরে গভীর রাতে
চারিদিকে চলছে যখন
যুদ্ধ, বোমা, চাপাতি আর গুলি,
নিজের কাজে ব্যস্ত ভীষণ
প্রতিক্রিয়ায় নইতো কৃপন
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?


বর্ণ এবং জাতীভেদে
মানুষ যখন মরছে কেঁদে
নিজের জাতই সবার সেরা বলি,
মনের মাঝে শান্তি নিয়ে
নিজের সমাজ রক্ষা করি
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?


দেশের টাকা যখন লোপাট
সিন্দুকেতে চাবি এঁটে
আমার ঘরে বন্ধ কপাট,
কোথায় কাহার কত আছে
সাবধানেতে হিসেব কষতে বলি
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?


ধর্ষিতা হয় যখন তনু
আমি ভীষন চিন্তিত হই
দুষ্টু লোকের কান্ড কি সই !,
সংযমী হও আবাল বৃদ্ধা
ফর্সা, কালো সব মেয়েকে বলি
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?


২৪ মার্চ, ২০১৬