সুখের কথা বল না মুখে,
জানি সুখ অলস করে,
অলীক যত স্বপন বুকে
আলস্যের কলস ভরে।


যত দু:খ পাই  হে মনে
প্রকাশ্যে বা সঙ্গোপনে,
খুশি আনে মোর চেতনে
মনের দোরে আঘাত করে।


তুমি যখন থাকো কাছে
ঘোড়ারোগ পাছে পাছে
দাঁড়িয়ে থাকে চক্ষু বুঁজে
খোঁড়া হয়ে পথের পরে।


সক্ষম শরীরে মোর,
গায়ে আছে যতটা জোর,
অকারণে পড়ে বাঁধা
তোমারই প্রেমের ডোরে ।


লেখা পড়ায় বসে না মন,
অফিস কামাই যখন তখন,
শরীর খারাপ দোহাই দিয়ে
হয়ে যাই ভবঘুরে।


মাস পয়লা পকেট ফাঁকা,
কাজের বাবুর চলন বাঁকা,
দেনার দায়ে মুখটি ঢাকা
দিয়ে লুকাই ঘর ভিতরে ।


আলস্য বোধ জাগলে পরে,
মন কেমন কেমন করে,
ভুল বুঝে হাত কামড়ে
বাটি হাতে পথের ধারে।


অলসের কলস খালি,
জীবনের গুড়ে বালি,
মরণের সাজাই ডালি,
হা-হুতাশের সে খঞ্জরে ।