বালুকাবেলায় জমে থাকা যত শব্দ ;
কবিতা লেখে তন্ময় হয়ে জলধি,
চিতার আগুনে প্রেম হয়নাকো জব্দ ;
অবারিত প্রীতে উপনীত হয় স্থলধি ।


মরুভূমি শুধু ভূমি নয় বালুবেলা ;
ধূসর ঊষর প্রান্তরে ঢাকা কাব্য,
গদ্য কথায় পদ্যের এই হেলা ;
সাগর বেলায় করে যতটুকু নাব্য ।


প্রাণেরা রয়েছে প্রাণহীন এই দেহে ;
পচাগলা দেহে নব পরাণের সঞ্চার,
পানীয় যতেক চর্ব্য চোষ্য লেহে ;
অহমিকা যেন সকল বালুকা বেলার ।


ছিল গিরিরাজ সাগরে অথৈ জলে ;
সমাধি তাহার এখন দেখছি চোখে,
বালুকা বেলার নীচে - বিজ্ঞান বলে ;
যোগ নিদ্রায় শায়িত কল্প লোকে ।


কর্কট মকর বিষুবীয় সকল রেখা ;
বালুময় যেন; এক দ্বিপ্রাহরিক বেলা,
বালুকা বেলার শব্দ দিয়ে লেখা ;
চলমান জগৎ নিত্য রচিছে খেলা ।