সারাদিন রিমঝিম বৃষ্টি,
পথ-ঘাট মাঠ জলে থইথই,
সোনারোদ হারালো যে দৃষ্টি,
দিনভর ফিরে তা' এল কই !


আকাশের নীলটুকু নিমেষে,
তালিবান মেঘেদের কালিমায়,
হানাদারি নিল মেনে বিশেষে,
বাহাদুরি দিতে তার লালীমায়।


শেষমেশ কাঁদে মেঘ অঝোরে,
খেসারত দেয় তার আঁখিতে,
তালিবানি দেমাক যে সজোরে,
বাজ হানে মানটুকু রাখিতে।


ধরণীর ধমনীতে ডাকে বান,
ফুলে ফেঁপে ওঠে বন-বনানী,
শুনি নাই পাখিদের কলতান,
কল্লোলে বয়ে যায় তটিনী।


পাড় ভেঙে দীঘিজল ছাপিয়ে,
ডগমগ খুশি রুই কাতলা,
ইঁদুর ব্যাঙের হিয়া কাঁপিয়ে,
দাপায় সাপেরা কান পাতলা।


হয়তো শাওন এল ঘণায়ে,
দিকেদিকে শুনি সেই কলরব,
জানি তুমি আসবেনা মানায়ে,
ফেলে রেখে কৈশোর শৈশব।


ঘনঘোর বরষার এই দিন,
স্মৃতির পাতায় লিখে রাখব,
জানি আর বাজবেনা মনোবীণ
হৃদয়ে তোমায় তবু ঢাকব।