কেন নীল হয়ে যাও তুমি ;
ডাকি যদি শ্যামলীমা বলে,
ঝোপ ঝাড় জলা বনভূমি ;
যবে আমি চাঁদে যাই চলে !
কচি কলাপাতা রঙে ঘাসে ;
ছেয়ে থাকা প্রান্তর মাঠ,
মুখে কেন নীল রং ভাসে ;
হৃদয় যার সবুজের হাট !
করিৎকর্মা চির হরিতের দোরে ;
পায়ে পায়ে দলি দূর্বাদল,
শিশিরসিক্ত কোন শারদীয়া ভোরে ;
প্রেম জাগে বুকে অবিরল ।
তৃণভোজী শাবকের উদর পূরণ ;
মনে তোর দহনের জ্বালা,
আমি হেরি নবনব সৃষ্টি বিচ্ছুরণ;
সবুজ ঘাসের পরে কচি ডালপালা ।
ইট কাঠ পাথরের প্রাসাদ ;
লনে তার শ্যামল প্রকাশ,
মোহময়ী নগরীর ঘন অবসাদ;
আকাশের নীলে যেন মেঘ একরাশ।
আধুনিক জীবন তোর ঘ্রাণ ;
পেতে চায় আপন হৃদয়ে,
ইট কাঠ পাথরের প্রাণ ;
ভরে দাও বিলম্বিত লয়ে ।
*************************************