ওরে আমার মন,
ঘর সংসার ছেড়ে কেন
খুঁজিস গহন বন ।
কার পরে তোর এই অভিমান,
দারা পরিবার মাতা সন্তান,
সকল ছেড়ে কেন নিলি সন্ন্যাস জীবন !
ওরে আমার মন,
ঘরের চেয়ে কি পর ভালো তোর,
পরের চেয়ে বন !
কোন কারণে ফেরার হলি,
যাওয়া মাত্র বলিস ' চলি ',
যেথায় গেলি জ্বালায় ম'লি,
এ' কেমন গুঞ্জন !
দেখ রে ধরা শস্য ভরা ,
সবুজ শ্যামল বসুন্ধরা,
জুড়িয়ে দে অন্তরের খরা, এই তো শুভক্ষণ !
স্নিগ্ধ শীতল তরুমূলে,
গান গেয়ে যা পরাণ খুলে,
মামুলি তোর আপন ভুলে ক্ষুব্ধ পূব গগন ।
এই তো রে তোর সময় এখন,দীপ জ্বালায় তপন।
খেয়া ঘাটের তরী বেয়ে,
আয় রে ত্বরা ঘামে নেয়ে,
সংসারে তোর আছে ছেয়ে কতই রত্নধন।
ভরিয়ে নে তোর খালি হওয়া তরীর পাটাতন।