শরত মানে সাদা কাশবন,
আকাশে পেঁজা তুলা,
শরত মানে উচ্ছল মন
যত বিষাদ ভুলা।


শরত মানে রঙীন ঘুড়ি
লাটাই মাঞ্জা সুতো,
শরত মানে আলতা চুড়ি
ফুসকুড়িতে গুঁতো।


শরত মানে গন্ধ পূজোর
বিশ্বকর্মার ঢাক,
শরত মানে মাটির কুঁজোর
ছুটি নেবার ডাক।


শরত মানে চিলেকোঠায়
ছাদে ছাদে ঘুড়ি,
শরত মানে ভোকাট্টায়,
বুকে সুড়সুড়ি।


শরত মানে সবুজ মাঠে
খেলতে যাওয়ার ধূম,
শরত মানে গাঁটে গাঁটে
ব্যথার মরশুম।


শরত মানে মর্ত্য ধামে
হৈ হুল্লোড় মেলা,
শরত মানে গরমে ঘামে
ছুটি ছুটি খেলা।