কৃষ্ণচূড়া সিমুল পলাশ
সাজে কেন ফাগুনে,
মনের সকল তত্ত্বতলাশ
ছাই হয় সে আগুনে।
দুলবে হরি দুলবে রাই
দুলবে গোপি বালিকা,
ঝুলবে তারা কুসুম দোলায়
চন্দ্রাতপের মালিকা।
মন যমুনায় জোয়ার আসে
প্রেম সাগরে মিলিতে,
কদম তলায় কানাই হাসে
জুঁই চামেলি লিলিতে।
বৃন্দাদূতী মন্দ মতি
হিংসা করে রাইয়ে,
রাইবাঘিনী কালনাগিনী
ভস্ম করে ছাইয়ে।
পূর্ণশশী মুক্তকেশী
চন্দ্রিমার জালে,
ফন্দি এঁটে বন্দী করে
কালিমার করালে।
বন ময়ূরী ময়ূর যত
নৃত্য করে তালে,
কূজন ভরে মিষ্টি সুরে
পক্ষি গাহে ডালে।
রাত যেখানে দিনের মত
দিনে রবির আলো,
দিনে রাতে আঁখি পাতে,
নেই যে ঘুমের কালো।
আজ হোলিতে পথ চলিতে
পথিক নয় ক্লান্ত,
ক্লান্ত যত কষ্টগুলো
হয়ে যায় প্রশান্ত।
উৎসব সব এমনি করে
জ্বালায় মনের আলো,
দু:খ রাশি হাসি হাসি
মন্দেও বলে ভালো।