পাহাড়েও সূর্য্যোদয়  হবে কি হবে না ভয়,
                মনে মোর ছায় ঘনঘটা,
আকাশে বাদল ধারা  প্লাবণে পাগল পারা
               দেখে ভাবি ক্ষিপ্ত রুদ্রজটা ।
সুদৃশ্য টাইগার হিল     এবে লাগে চের্ণোবিল
               বিস্ফোরণ মেঘে মেঘে হয়,
ঘর থেকে হয়ে বার      অন্ধকার চারিধার
              যাব কি যাব না সেই ভয়।
এবারো হল না বুঝি      দ্বিধা দ্বন্দ্ব সনে যুঝি
              বা'র হই যা থাকে কপালে,
উপস্থিত হ'নু যবে         দেখি ভোর হয় সবে
              অরুণিমা দিব্যদৃপ্তি ঢালে।
সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা     কনকিত রাগরঙ্গা
              আলিঙ্গনে মত্ত মেঘমালা,
শৈলপ্রান্ত হেমকান্তি     নয় কোন ভুলভ্রান্তি
               চণ্ডীদাস রজকিনী বালা।
তুষারশুভ্র হিমাল         জড়ায়েছে মহাকাল
                আপনে স্বীয় জটাজালে,
হিরণ কিরণ দ্যুতি        লোকগাথা সুখস্মৃতি
               অবসৃত কালের করালে।