বন্ধনে মুক্তি কোথায় জড়িয়ে যাই জালে,
সন্ধানে মুক্তি কোথাও আছে চক্রবালে।
দিবারাত্রি খুঁজে ফিরি পেতে তার স্বাদ,
সম্মুখে গড্ডালিকাবাহ ডাকাই জল্লাদ ।
মুক্তিতে যুক্তি নাই; বাগাড়ম্বর উক্তি,
পাইতে মুক্তির স্বাদ অবসাদে সুপ্তি।
প্রাণান্ত তপস্যালব্ধ মুক্তির আঘ্রাণ
সন্ন্যাসীর কমণ্ডলূ সতত ম্রিয়মাণ ।
জল নাই বায়ু নাই স্তব্ধ কৃষ্ণাকাশ,
ললাটে মুক্তির রেখা অলস অবকাশ।
মরণেও মুক্তি নাই ; আত্মার বেদন,
সমূলে উৎপাটিতে বিষবৃক্ষে ছেদন ।
স্বাধীনতাও মুক্তি নয় ,মুক্তি নয় মরণ,
মুক্তিতে যুক্তি নাই জড়িয়ে ধরা চরণ।
চাই না মুক্তি ; যুক্তিহীন চিল চিৎকার,
মুক্তির চরণে জানাই কোটি নমস্কার।