নেতাজী


নেতায় নেতায় দেশ ছেয়ে যায়
নেতাজী হয় না কেউ,
স্বাধীন দেশের রক্ত-পতাকায়
বহে রক্তের ঢেউ।
আত্মত্যাগের গরিমা ভরায়
তোমার বিবেক-বারি,
অবহেলার চরম খরায়
ভুগিছে এখনো নারী ।
কাণ্ডারীর আজ বড়ই আকাল
স্বদেশমাতার সেবায়,
আছে যারা ,তারা সবাই মাকাল,
উড়োখই দেয় দেবায়।
'দিল্লী চলো' সুরের বাণী
এখনো হৃদয়ে শুনি,
ধার করা বাণী আওড়ে মুখে
দেখে দিল্লীর হাতছানি।
অন্ন বস্ত্র বাসস্থান
আর শিক্ষার হাল,
'বল বল সবে' বলিয়া নীরবে,
কাটায় মূহুর্ত কাল ।
জাতপাত আর ধর্ম নিয়ে
করিতেছে রাজনীতি,
জন্মদিনের  আঙুল দেখিয়ে
দেয় জনগণে প্রীতি।
স্বাধীনতার কয়েক দশক
পেরিয়ে যাবার পরও,
হাততালি দিয়ে মারে যে মশক,
আজ তারাই হল বড় ।
সুভাষ তোমার সুভাষিতানি,
ফের গুঞ্জাও বুকে,
তোমার অভাবে কত যে হানি
কইতে পারি নে মুখে ।
এসো বীর এসো ফিরে আজ
তোমাকে আমরা চাই,
সাধারণ জনের বাঁচাও লাজ
নেতাজী মোদের নাই।