শেষের শেষটা খুঁজি        আপনে আপনি যুঝি
                 শেষ নয় ;  এই সবে শুরু,
আকাশের ঘনঘটা          ধূসর পিঙ্গল জটা
                  আস্তরণ ঘনঘোর পুরু ।
বাহির হইয়া পড়ি           চরণে নিগড় গড়ি'
                প্রতিপদে দড়ি দেয় বাধা,
যত বার খুলি জট            মৃত্তিকা নির্মিত ঘট
              অমল হাসিতে যেন রাধা ।
পুলিনবিহারী সোম          পরমাণু অনুলোম
             সহজাত বিলোম প্রক্রিয়া
নিঝুম আঁধার রাতে       বাহিরাই পথে তা'তে
            টের নাহি পায় মোর প্রিয়া ।
অকস্মাৎ পশ্চাদ্দেশে     কে যেন বলিছে হেসে
           পার যদি চলে যাও দূরে,
যে মোর হৃদয়ে আছে     চলিয়াছি তারি পাছে
           ধ্বণি ওঠে চরণ নূপুরে ।
বন্ধনের নাগপাশ        কিবা ক'ব আর খাস
             জীবনের পথ বড় কালো,
সুখ দুখ কত স্মৃতি      অন্ত:স্থলের জাগৃতি
           কিছু পিছুটান থাকা ভালো ।
যে জন দিবসে হায়     স্বপ্ন দেখে জেগে যায়
          পারে কি সে সব ছেড়ে দিতে ?
সন্ন্যাসী সাধুর মত      জগত সংসারে যত
          বাধ্য হয় দিতে আর নিতে।
****************************