যদি কখনও যাই হঠাৎ চলে,
শ্যামল কোমল দূর্বাদলে দলে,
তমসাপূর্ণ অজ্ঞান তিমিরে,
কথা দিলাম ; আবার আসিব ফিরে,
বৃক্ষ হয়ে; মেদিনী বৃক্ক চিরে ।
মেলিয়া ধরিব নব পল্লবদাম,
মঞ্জরীশাখে পুরাইতে মনস্কাম,
কুসুমে কুসুমে বনানী উঠিবে জাগি',
কোমল বৃন্তে অলিকুল ল'বে মাগি',
অজানা পাখির কল-কাকলিতে ভরা,
নবতম বসুন্ধরা,
জাগিবে জাগাবে মিলিবে মিলাবে ফিরে।
স্নিগ্ধ শীতল ছায়াতরুমূলে,
সকল কামনা বাসনারে ভুলে,
বিকশিত করি' রুচি কৌমুদী,
কিংশুক বনে শিংশপা ঈঙ্গুদী,
পারিজাত সম কুন্দকুসুমে ঘিরে,
তটিনী তড়াগ জলধি বক্ষ চিরে,
সাজাইবে তরী প্রভাতী ঊষায়,
শাক্যসিংহ ঈশায় মুসায়,দিবে অঞ্জলী ভরি' ,
পরিচালনায় বিবর্তনের ভেরী,
রণ দামামায় উঠিবে বাজিয়া,
স্তব্ধ করিতে মিথ্যা কাজিয়া,
তরুণ তরুণী রক্ত তাজিয়া,
উচ্চে তুলিবে ধরি',
সেই দিন হবে নতুন প্রভাত ফেরী।