জৈষ্ঠ্যের প্রহর আজি খুলিয়াছে দ্বার ;
বক্ষময় অতৃপ্তির অনন্ত পিপাসা,
ধ্যানমগ্ন ধূর্জটির চিত্ত নির্বিকার ,
নীলাম্বরধর মাঝে বিস্তীর্ণ প্রাবৃষা ।


হে অরণ্যাচারী ! নাহি ক্লেশ তব ,
দিকভ্রান্ত নহ তুমি ; হেরি যে সম্মুখে,
নিবিড় প্রশান্তিময় ঋদ্ধ অনুভব ,
চির হরিৎ স্নিগ্ধ স্থল পূর্ণ মহাসুখে ।


দ্বেষ ক্রোধ ঘৃণাজাত ;অন্তরের প্রীতি,
কলকন্ঠ শিশু যথা পরভৃৎ নীড়ে ,
পরপুষ্ট রহে সদা , ধর্মীয় সংহিতি,
প্রেম ঘৃণা তটিনীর বাস উভ তীরে ।


প্রেম বল ঘৃণা বল - মনের আধার,
বোধিসত্ব দেবদত্ত দ্বিবিধ প্রাকার ।