যমুনাপুলিনে কূজনে কূজনে
দুজনে আমরা ভ্রমিয়া যাই,
তমালিকা শাখে কুহু-কেকা ডাকে
রবি-শশী-তারা উছলে তাই।
শিমুলে পলাশে রাঙা হাসি হাসে
যমুনার জল থমকি' যায়,
মলয় সুবাসে বন-বিথি ভাসে
আঁখি-পল্লব পেলবে ছায়।
ধ্রূব-শুকতারা হয় দিশাহারা
বিপরীত পথে ধাইতে চায়
কুসুমকুঞ্জে পুঞ্জে পঞ্জে
গুঞ্জে ভ্রমরা মধু নেশায়।
নীলনবঘনে তপন-তাপনে
জীমূৎবাহনে ছাইয়া যায়,
বাদলের ধারা হ'য়ে পাগলপারা
গগনে গগনে ছুটি' বেড়ায়।
ধূসর ঊষর মরুপ্রান্তর
অন্তরে আশা লইয়া হায়
বরষার বারি হইল কাণ্ডারী
সবুজে শ্যামলে ভরিয়া যায়।
হৃদয়-নিলয় বক্ষ-আলয়
অমল হরষে পূরিয়া যায়,
তব প্রেমরসে মন মোর বশে
রহেনা ভিতরে বাহিরে হায়।
আকুলিত চিতে ব্যাকুলিত প্রীতে
তব নয়নে নয়ন মিলায়।
গগনে গগনে রহিয়া মগনে
সুরভিত প্রেম বিলায়ে যায়।।