সমুদ্র সৈকতে দেখা লহরিত সুচন্দ্রিকা
হর্ষ মনে করে জলকেলি,
বালুভূমে ঝাউবন মাথা তুলে উত্তোলন
আহ্বানে আমায় হাত মেলি' ।
নির্জন সমুদ্রতট খুলিয়া মনের জট
অবতলে কর্কটের মেলা,
দেখে যেন মনে হয় চাপ চাপ রক্ত নয়
সমুদ্র প্রবাল করে খেলা।
মৃদুমন্দ সমীরণ করিছে অনুধাবন
উত্তর পশ্চিমে মেঘরাশি,
ঝাউবনের রূপ হেরি বাজাইয়া তুর্যভেরী
প্রবল তুফান তুলি' হাসি',
ধাইতেছে রণরঙ্গে অকাল প্লাবণ সঙ্গে
যথা ভীম ভীমনাদে রোষে,
উছলি' উঠিছে বারি যেন মুক্ত তরবারি
আছাড়িয়া পড়ে কার দোষে।
শঙ্কিত জীবের প্রাণ রক্ষিতে নাসিকা ঘ্রাণ
বদ্ধগৃহে অবরুদ্ধ হয়ে,
কম্পিত সমুদ্র তল জীবকূল হর্ষোচ্ছল,
জ্ঞান নাই অদৃশ্য প্রলয়ে ।
আকস্মিক খণ্ডযুদ্ধ বৈতালিক প্রাণশুদ্ধ
কাপালিক রক্তচক্ষু মেলে,
জীবন জীবনপ্রায় মরণের অভিপ্রায়
কেহ যায় চলে কেহ খেলে।