মনে পড়ে ছেলেবেলা     একান্নবর্তীর মেলা
                কত কত প্রিয় পরিজন,
গোয়ালে গোরু ছাগল    সকলে হত পাগল
                 খুশি ছিল সকলের মন।
কৈশোরে এলাম যবে     হই চই কলরবে
                ভরা ছিল সবার অন্তর ।
যৌবনে চরণ রেখে   মরণে আনিনু ডেকে
                  পরিণতি শার্দুল স্বভাব,
স্বার্থপরতার দ্বন্দ্ব     হৃদয়ে ভরিল ধন্দ,
              গন্ধ পাই শোণিত প্রভাব।
ঘটি বাটি ঠোকাঠুকি   লেগে রয় ঝোকাঝুঁকি
              গোষ্ঠী দ্বন্দ্বে সকলে সরব,
দলে দলে ভাগ হয়ে      পাকশালা গেল ক্ষয়ে
               ঐক্যবাক্য হয়ে গেল শব।
বন্ধ হ'ল বাক্যালাপ      মনে মনে দ্বেষ ছাপ
                অন্তর ছাইল আশীবিষে,
পরিবারে অনুষ্ঠেয়        ক্রিয়াকর্মে করে হেয়
                 অবজ্ঞা কহি বা আর কি সে!
ভাই ভাই ঠাঁই ঠাঁই          পড়ে বাড়া ভাতে ছাই
                 প্রতিবেশী হয় যে চঞ্চল,
শুরু হ'ল উৎপাত         কে কাহারে চিৎপাত
                 করিতে পারে কারে দুর্বল।
জনে জনে বুঝে যায়     সংসারে একতা নাই
                 উঠে পড়ে লাগে হাতাইতে,
একে একে ধন মানে       চড়ে যায় চক্রযানে
                  সাজানো বাগান শুকাইতে।
***************************************