শারদ গগনে ঘুরে আনমনে
কাজল কালো মেয়ে,
বছরে দু'মাস আনে সর্বনাশ
মাটির মাথা খেয়ে।
আষাঢ় শ্রাবণ শোনেনি বারণ
মত্ত হয়ে রণে,
এখন যে তার নেইকো দেবার
ক্লান্তি ভরা মনে।
করিয়া বসুধা পান সোম সুধা
আপনি হয়েছে ধন্য,
লোমে অনুলোমে কিশলয় জমে
রূপে যেন সে বন্য।
গগনে গগনে রয়েছে মগনে
এখনো তারই রেশ,
নিরমল নীলে সুখ যেন দিলে
ধরিয়া পক্ককেশ।
যত সুধা ছিল হরিয়া লইল
কলস ভরিয়া তায়,,
সুরভি তাহার কমে নাই আর,
শ্বেত মেঘ বায়।
কাশ কুশ ধান গেয়ে যায় গান
আগমনী সঙ্গীতে,
আকাশ ঘরণী প্রকৃতি রমণী
বোঝায় তা' ইঙ্গিতে।
তথাপি দৈবাৎ শিরে করাঘাত
হানিয়া শরৎ মেঘ,
ক্ষণিকের রোষে নীল জুড়ে ফুঁসে,
বজ্র আঁটুনি বেগ।