আজ ১৫ই সেপ্টেম্বর; অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন। সেই উপলক্ষ্যে আমার সশ্রদ্ধ নিবেদন ।


রবির কিরণ ছটা কালবোশেখির জটা
শরতের উদয় শরতে,
আশ্বিনের ঝড় এসে দিয়ে গেল ভালোবেসে
ভাষাকাশে পরতে পরতে।
নব জাগরণে বঙ্গ উজ্বল তরঙ্গ ভঙ্গ
সাহিত্যের ঊনিশ শতক,
শস্য, শিল্প চিন্তাধারা সকলি পাগলপারা
তাহারি ঢেউ খানকতক,
জটিল কুটিল ভাষা লেখনীতে উঠে আসা
সহজ প্রাঞ্জল কথামালা,
শরতের হাত ধরে আগমনী ঘরে ঘরে
বঞ্চিতের পীড়িতের জ্বালা।
অতি সাধারণ জন  তাহাদের নিবেদন
সমাজ জীবনে প্রতিবিম্ব,
প্রতিফলন দর্পণে কথামালার তর্পণে
সারকথা স্বাদ তার নিম্ব।
আজন্ম দারিদ্র যার নিত্যসঙ্গী অহংকার
বায়ুবেগে যথার্থ অনিলা,
কথামালা তীর যদি  সাহিত্য ধনুক-নদী
স্বয়ম্ সে ধনুকের ছিলা।
********************************