ভাঙা লোটা ; ছেঁড়া কম্বল গায়,
চলেছি কল্পদেশে অমর কাননে,
পারিজাত অঞ্জলী দিব তোর পায় ;
পারি যদি স্বপ্ন দেখি নিশি জাগরণে।


গোমস্তা বর্শা হাতে ভর্সা রাখে মনে ;
আরামে নিদ্রা যায় কানন সেপাই,
তোর সাথে শুভদৃষ্টি সে মধুর ক্ষণে;
চেয়ে থাক ইন্দ্র; ওরা শ্বশুর জামাই ।


স্বপ্ন যদি সত্যি হ'ত; তুই  আর আমি ;
দু'জনে বসতাম গিয়ে দূরপাল্লা বাসে,
যেথা মোর আদরের পাণ্ডুলিপিখানি ;
পাখির ডানার ঝাপটায় কুয়াশায় ভাসে ।


কটিবন্ধ আলগা হয়ে পরীদের মত ;
যদি তোর বসনটুকু ভাসত আকাশে,
ঝরা ফুল ঝরাপাতা শতশত কত ;
মুখ থুবড়ে পড়ত গিয়ে খড়কুটো ঘাসে।


স্বপ্ন যদি সত্যি হত; গিরি হিমালয়ে ;
মানস তীর্থনীরে ধুয়ে নেব দেহ ,
খেদ নাই স্বপ্ন দেখে ছেঁড়া কাঁথা' শুয়ে;
যক্ষের ধনের 'পরে রবে নাকো স্নেহ।
***********************