আজ 'ইন্টারন্যাশনাল রোজ ডে' । ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনাইটেড নেশনস প্রতি বছরের মত এ' বছরও আজ ২২শে সেপ্টেম্বর বিশ্ব জুড়ে ক্যান্সার সচেতনতা দিবস হিসাবে পালিত হচ্ছে । গোলাপ দিবস মানে প্রেম দিবস নয় ; তা'হলে কেন এর নাম গোলাপ দিবস ? তাই বোঝানোর চেষ্টা করলাম । জানি না কতটা সফল হয়েছি। ধন্যবাদ।


একটি গোলাপ রেখো আমার পাশে,
আমি মৃত্যু পথ যাত্রী;
দেখতে পাই মরণ কেমন আসে,
কেমন করে জীবনটাকে হাসে।
একটি গোলাপ রেখো আমার পাশে।
আমি পিতা-মাতার আদরের সন্তান,
বয়স বারো ; মৃত্যুরে করি আহ্বান,
জীবন ক্ষুদ্র ; প্রগলভতার সমান,
প্রকৃতি দেখ সুখে দু:খে সকল সময় হাসে,
তাই রেখো এক ফুটন্ত গোলাপ ,
আমার দেহের পাশে।
মারণ ব্যাধি শরীরে নিয়ে,
আমার কষ্ট তোমাদের দিয়ে,
চলে যাই কেমন পাশ কাটিয়ে,
বিধাতায় ভালোবেসে।
কুঁড়ি থেকে ফুল ফোটার সময়,
বৃন্ত থেকে ছিনে নেওয়া হয় ;
গোলাপ তথাপি হাসে,
সকলেই তাই গোলাপ ভালোবাসে ,
সেই কারণেই গোলাপ রেখো পাশে।
আমি এক ' রোজ ' - মেলিণ্ডা রোজ,
থাকি কানাডায় ; নিও মোর খোঁজ,
বারোটি বছর বাড়িয়েছি বোঝ,
কর্কট ব্যাধি আমার হাড়ে মাসে,
প্রিয়জন ছেড়ে তারাদের দেশে হাসে,
গোলাপ আমি যে! গোলাপ কেবলি হাসে;
তাই এক ছড়া গোলাপ রেখো পাশে।
ক্যান্সার ব্যাধি হলেও জটিল,
রুধিতে তার ভ্রুকুটি কুটিল,
তীর্যক বাণ নয় অসমান, উপশমের বেলা,
অসংযত জীবন যাপন মরণ নিয়ে খেলা।
এই বিশ্বের প্রতিটি কোণে,
রয় ক্যান্সার সঙ্গোপনে,
তোমার বা তার দেহে মনে, ভাসায় মারণ ভেলা,
অকারণ তার উপস্থিতি,
লুকিয়ে রাখে নিজ পরিচিতি,
অন্ধিসন্ধি দেহের তোমার,
নখদর্পণে সকলি যে তার মুখ টিপে সদা হাসে,
মারণ রোগ মানুষকেই ভালোবাসে।
আমি  মেরিণ্ডা ছোট্ট গোলাপ,
নিজে যেচে করি তোমায় আলাপ,
ভেবো না এ' মোর পাগল প্রলাপ,
বিশ্ব গোলাপ দিবসে,
একটি কুঁড়ি রেখো সমাধির পাশে।