খন্ডিত প্রকৃতি, চিবানো গাছ পালা
সৌন্দর্য প্রকৃতির দিচ্ছে যেন তালা।
উজাড় করে কৃষি জমি তৈরী করছি দালান
বর্তমান গড়ছি ঠিকই নাই ভবিষ্যতের চালান।
ক্ষেতের কৃষক ক্ষেতে নাই খাচ্ছে ডিজিটাল ধোঁকা
আধুনিকতার ছোয়ায় আজ সবাই হচ্ছি বোকা।
কৃষকের নাই ডায়াবেটিস, নাই বড় মাপের রোগ
এসব রোগ হচ্ছে তাদের যারা পাচ্ছে ভোগ।
কৃষকের ঠিকই পেটে ক্ষুদা, নিদ্রায় পায় আরাম
অলস জীবন, খাটো কর্ম  সবচেয়ে বড় বেড়াম।