একাকিত্ত এখন ভালো লাগে,
নিজেকে মানিয়ে নিয়েছি
দুনিয়া দারি ভালো লাগতো,
এখন সব মায়াই ছেড়ে দিয়েছি।


বাঁধিয়া ছিলেম ঘর, উজাড় হয়ে গেলো!
আমিই কি ভুল করেছি ?
নীরবে দেখলাম তুমি চলে গেলে,
আমি'তো সব হারিয়েছি।


একা এখন ক্লান্ত নয়ন
অনলে ডুবে গিয়েছি
লাঞ্ছনা র হার আঘাত করে বারে বার
ধৈর্যের সীমানা পাড়ি দিয়েছি।


নীরবতা ই যে বড় প্রতিশোধ,
তাই তো নীরব হয়েছি.
সময়ের করা ঘা, কোথায় যে পিছলে পা
তাই দেখার লগ্নে চেয়ে আছি।


প্রশ্ন জাগে হায়? মানুষ কি এতই নিষ্ঠুর হয় ?
এক বিশ্বাসঘাতক কে মন দিয়েছি
পশ্চাতে কেনো? সম্মুখে-ই করিতে আঘাত,
এই প্রাণ তো তোমাকেই দিয়েছি।


হায় আফসোস ! নিজের উপরেই,
এক ছলনাময়ী কে ভালবেসেছি
ছলনার ছলে যে ঘা তুমি দিয়েছো দ্বীলে
তারই মলম খুঁজে চলেছি।