রক্তাক্ষরে লেখা ইতিহাস জাতি আমি বাঙালী
নিয়েছো লাহুর মান, করেছো ছানক্ষান বানিয়ে দিয়েছো কাঙালী।
বনের পশুকে ভয় করিনা ! সাপ-বিচ্ছু বা বাঘ
ঘুষখোর তুমি আরও ভয়ংকর, জীবনকে করো ভাগ।
হে ঘুষখোর বিবেক বেচেছ ? মনুষ্যত্ব কি তোমার আছে?
মানুষের চেয়ে মূল্যায়ন বেশী টাকাই তোমার কাছে।
মানুষকে করে রেখেছো জিম্মা আত্মসাৎ করতে টাকা
সোজা কাজ টাকে দুমড়ে মুচড়ে টেনে হিচড়ে করো ব্যাকা।
অন্যের উপার্জন করতে ভক্ষণ মনে করো তোমার হক
বিভিন্ন পন্থায় টাকা আদায় এ যেন তোমার শখ।
হে ঘুষখোর তুমি করো মানব সেবা মানুষকে করো উপকার
মানব সেবাই পরম ধর্ম স্মরণে রাখ বার বার।
রক্তাক্ষরে লেখা ইতিহাস জাতি আমি বাঙালী
নিয়েছো লাহুর মান, করেছো ছানক্ষান বানিয়ে দিয়েছো কাঙালী।
...........................সমাপ্ত...............................