মধ্যবৃত্ত  পরিবারের নিবাসী আমি ক্ষিন ক্ষিন আশা,
ছোট্ট ছোট্ট অনেক স্বপ্ন বন্দী বুকের ভিতরেই ঠাসা।
হিসাব করে কি স্বপ্ন বাধা যায়? মন কে কেমনে বুঝাই,
নিয়তো অজস্র স্বপ্ন হারায় একথা কারে শুধাই।
সাধ্য নাই, যোগ্যতা নাই,মন কি আর মানে ?
বেঁচে থাকার ভরসা দেয় স্বপ্নই এই প্রাণে।
জীবন ক্ষনে শুধু পরাজয়, আমি অসহায় মধ্যবৃত্ত ,
চোখে অশ্রুজল, মুখে হাসির ছল তবু হই না ক্ষিপ্ত।
জীবনের সারমর্ম মিটে না রে স্বাধ, হয় না রে পর্যাপ্ত,
দুধের স্বাধ ঘোলে মিটাই রে ভাই সবি হয় সংক্ষিপ্ত।
.............।........সমাপ্ত। ...........................