বৃষ্টির আগমনে
ময়ূর পেখম মেলে
ছন্দ মিলিয়ে নাচে সে
বৃষ্টি নুপুর তালে।


ঘ্যাঙর ঘ্যাঙ করে ব্যাঙ
প্রেম নিবেদন করে।
নদী-নালা টইটম্বুর
মাছেরা নাচন করে।


কৃষকের মহা খুশি
ফলন ভাল হবে
জেলে ভাই জাল নিয়ে
ঘরের বাহির যাবে।


ধুলো মাখা প্রকৃতি
নতুন রূপে সাজে
মরা ডালে নতুন কুঁড়ি
উঁকি দিতে থাকে।


কর্ম ব্যস্ত জীবনে
একঘেয়েমি নিরানন্দ
বৃষ্টি আনে ছুটির দিনে
একটু বৈচিত্র্য।
****** ইরিন আরণ্য