অনেক যত্নের ফলে বহু দিন পরে
গোলাপ গাছে ফুল ফুটল রে
ফুটন্ত গোলাপ সে যে সব পাপড়ি মেলে
সুবাস ছড়িয়ে বলে শেখো আমার থেকে।


যদি নাহি ফুটতাম ঐ গাছটিতে
জংলা বলে তাঁকে উপড়ে দিতে।
সৌরভ আমার না ছড়াতাম যদি
জানতে না এখানে আছি যে আমি।
সৌন্দর্য ছড়ানো মোর স্বাধীনতা
কন্টক ভ্রাতারা করছে সুরক্ষা ।
ঝরে যাব যখন কষ্ট পাবে
রাখবে মনে মোরে,জন্ম স্বার্থক হবে।


প্রতিটি মানুষ ফুটন্ত গোলাপ হবে
নিজ কর্ম অনুযায়ী গন্ধ বিলাবে
বাহ্যিক সৌন্দর্য নয় তো বড়
সৌরভ ছড়ানোই মুখ্য করো।
ভাল কাজে শত্রুর অভাব নাই
প্রতিরক্ষা প্রস্তুত রাখবে তাই।
কর্ম গুণে মহীয়ান পারবে হতে
অন্তরে পাবে ঠাঁই,প্রেরণা হবে।