ছেলেটি খুব মেধাবী, সবার আশা বড়
পড়ালেখা ঠিকই করেছে, তবু বুক দুরু দুুরু।
সকলের চাওয়ায় না পূরণে চিন্তা বেড়ে চলে
লজ্জা ঢাকার ভয়ে সে যে চিরবিদায় নিলে।


পরীক্ষার ফল ভাল তার,মেধা তালিকায় শীর্ষে
নিজ যোগ্যতায় চাকরী নাই,মাথা হলো নীচু যে।
মেয়েটি রং কালো বলে বিয়ের বার্তা আসে না
লজ্জায় সে মুখ ঢেকে রয়, ঘরের বাহির হয় না।  

বৌ-শাশুড়ি যুদ্ধে ভাঙে যৌথ পরিবার
'একতাই বল' ভুলে যায়, সত্যি লজ্জার।
নিজ পরিবার হতে যদি পেত সঠিক দীক্ষা
সুস্থ হত মানসিকতা,সুন্দর সমাজ ব্যবস্থা।


জন্ম হতে শুনছে সে খাওয়া পরার খোটা  
সন্তানের সুস্থ বিকাশে জরুরী ঘরের সুস্থতা।
বাবা-মা এর দ্বন্দ্ব যুদ্ধ, সন্তান পায় তিরস্কার
দুঃখ ঢাকতে বন্ধু ভেবে ভুল সঙ্গের স্বীকার।
ঘরের কথা বললে নিজ পরিবার নীচু হবে  
বিষ হজমের ছলে সন্তান লজ্জা লুকাবে।


বই এর বোঝায় শিশু কুঁজো হয়ে হাঁটে
বিজ্ঞ হবে শিশু গেলে কোচিং,প্রাইভেটে।
নাম মাত্র স্কুল চলে,কোচিং ব্যবসাই মূলে
উচ্চ শিক্ষা লাভ করবে টাকা থাকলে।
রোগীরা সব ডাক্তারের জন্য আর্শিবাদ
মৃত ব্যক্তি আই.সি.ইউ এ,ব্যবসা জমজমাট।


কাম লোভী বিকৃতদের বিচার হয় না
শিশুরাও তাদের হতে নিষ্কৃত পায় না।
খুন, নির্যাতন মহামারীতে পরিণত হয়েছে
বিচারকের চোখ খোলা,হাত বাঁধা পরেছে।


ব্যাংক হতে টাকা গুলো কোথায় পালাচ্ছে?
নানা করের নামে এক মুরগী বারবার মরছে।
সত্য বলার ক্ষমতা আর পথটা হারিয়ে গেছে
ক্ষমতার আড়ালে স্বাধীনতা লোপাট হয়েছে।


দক্ষতা আর সততায় কেউ দায়িত্ব পালন করে
পজিশনটা তারই পাওনা বিবেকের বিচারে।
কিন্তু লবিং ছাড়া নাম বিচারে আসবে কি করে!
যোগ্যতা মানদন্ডের প্রকারভেদে লজ্জা ন্যায়ের।


যাকাত, ভ্যাট, ট্যাক্স নির্ধারণ করে দাও
কোটিপতি বাদ থাকবে নীল নকশা কয়
ঈদুল আযহায় কুরবানী দেয় নাম প্রচারে
লজ্জা ভুলে পশুর মাংস সব মজুত করে।


ছিঃ ছিঃ এর সমারোহ কিন্তু লজ্জা গেল কই?
লজ্জা এর ব্যবহার ভেদে হতচকিত হই
বিবেকটাকে জাগাতে হবে,ঘুরে দাঁড়াও ভাই
এখন থেকে সবাই যেন প্রকৃতই লজ্জা পাই।