সাধ ******
আশ্চর্য প্রদীপটা যদি আমার হতো
গড়ে নিতাম সবকিছু স্বপ্নপুরীর মতো
দাস নয় দৈত্যটা হতো বন্ধু আমার
ছড়িয়ে দিতাম প্রকৃত খুশি মনে সবার।


মানুষের ব্যবধান ভেঙে দিতাম সব
ধনী-গরীব,হিন্দু-মুসলিম সমান সব।
আদায় করে দিতাম হক নিপীড়িতের
অশ্রু মুছে দিতাম সকল অনাথের।


অসহায়দের পুঁজি করে ব্যবসা করে যে-ই
গুঁড়িয়ে দিতাম অমানবিক আয় উৎস সেই।
চিকিৎসার নামে ব্যবসা  বন্ধ করতাম
বিদ্যাদানের নামে ধান্ধা নির্মূল করতাম।


বন্ধ হতো লোপাট হওয়া সম্পদ দেশের
খুলে যেত মুখ হতে আবরণ মুখোশের।
প্রকৃত মানুষ গড়তো প্রতি ঘরে ঘরে
সত্যিকারের স্বাধীনতা পেতাম ফিরে।