রপ্তানী আয় হচ্ছে দেশের হাজার কোটি টাকা
আমার শ্রমে ঘুরছে দেশের উন্নয়নের চাকা;
তবু কেন আমার পকেট থাকবে বলো ফাঁকা।


লেবুর মতো চিপে আমায় রোজ
ক্ষুধার্ত না অসুখ আমি কেউ রাখে না খোঁজ;
আমায় শুষে নিত্য মালিক করে ভুরিভোজ।


বারো থেকে ষোলো ঘন্টা কর্ম যারা করে
কেন কিসের জন্য তাদের থাকবে অভাব ঘরে?
রাষ্ট্র তুমি জবাব দাও শ্রমিক কেন মরে?


আমার হাতে অর্থনীতির চাবি
মনে রেখো আমি হলাম দুধ দেওয়া এক গাভী;
রাষ্ট্র তোমায় মানতে হবে আমার লিগ্যাল দাবী।


জাগলে শ্রমিক কে ঠেকাবে তাকে
রাষ্ট্র তুমি দাও সাড়া দাও শ্রমজীবীর ডাকে;
শ্রমের সঠিক মূল্য দিয়ে বাঁচাও এ দেশটাকে।