সবুজ পাতার 'পরে জমেছে শিশির
কুয়াশায় ঢেকে আছে মাঠঘাট বন
নরম গতিতে বয় দখিনা সমীর
শীতের সকাল গ্রামে ধরায় কাঁপন।


হাত-পা গুটিয়ে সবে ঘরে বসে থাকে
মোড়ের দোকানে নেই মানুষের ভীড়
পশুপাখি শীতে কাবু কাঁপা স্বরে ডাকে
সুরুজের তাপ পেতে সবাই অধীর।


আগুন পোহায় কেউ উঠানের 'পরে
খেজুরের গুড় দিয়ে চিড়া মুড়ি খায়
কেউ শুয়ে বিছানায় উঠি উঠি করে
কাজের মানুষ যারা মাঠপানে ধায়।


ভাতের ভাপের মত নাক মুখ দিয়ে
কুয়াশা বেরিয়ে আসে কথার সময়
ছোটছোট ছেলেমেয়ে জোরে শ্বাস নিয়ে
মুখ ভরে ধোঁয়া ছেড়ে খুব খুশি হয়।।


সকালের মিঠা রোদে মোড়া নিয়ে বসে
রকমারি পিঠা খায় গ্রামের মানুষ
ছেলেবুড়ো মজে থাকে খেজুরের রসে
রস পানে সকলের মনে জাগে জোশ।