একটি ছেলের জন্ম হলো অজপাঁড়া গাঁয়ে,
আদর করে খোকা বলে ডাকত বাবা-মায়ে।
ছোট্ট থেকেই এগিয়ে যেতো সবার সুখে-দুখে,
তার গুনগান প্রতিবেশীর ছিলো মুখে মুখে।
বড় হয়ে নাম কুড়াবে বলতো সবাই হেসে,
সেই ভবিষ্যৎ ধীরে ধীরে সত্য হলো শেষে।
বাঘের মতো সাহস ছিলো এই ছেলেটির বুকে,
অন্যায়েরই বিরুদ্ধে সে দাঁড়িয়েছিলো রুখে।
এই ছেলেটি ভাবত সদাই দেশ ও জাতির কথা,
তাঁর দাপটেই এলো দেশে সোনার স্বাধীনতা।
স্বাধীনতার জন্য বুকে জ্বালিয়েছিলো চিতা,
এই ছেলেটি বড় হয়ে হলো জাতির পিতা।
টুঙ্গিপাড়ার এই ছেলেটির শেখ মুজিবুর নাম,
হীরার চেয়েও এই ছেলেটির অনেক বেশি দাম।
আজ এই দিনে মায়ের কোলে এসেছিলেন তিনি,
সব বাঙালি এই ছেলেটির কাজের কাছে ঋণী।
সব বাঙালির সেরা বলে বিশ্ব যাকে চিনে,
শ্রদ্ধাভরে স্মরণ করি শুভ জন্মদিনে।