শিক্ষিত অশিক্ষিত অাস্তিক নাস্তিক
জ্ঞানী অজ্ঞানী কে না জানে
মৃত্যুই চিরসত্য
মৃত্যুর কাছে কেউ রাজা নয়
মস্ত বীরের মস্তকও অবনত।
তবে কিসের অাশায়
এমন বাতিক
কেন পৃথিবীর চারদিক?
মানুষ মারার হিড়িক।


সম্পদ যদি না হয়
তোমার শেষ সাথী
তুমি যদি হাজার বছর
অায়ু না পাও
তবে কেন ধ্বংসে মেতে
সব গ্রাসিতে চাও?


অাপনজনের সামান্য অাঙুল কাটায়
সামান্য অসুস্থতায়
উদ্বেগ উৎকন্ঠায়
হৃদয়ে কি ঝড়ই না বয়ে যায়
এই ভালবাসা যে মেকি ভালবাসা
পৃথিবীর দিকে তাকালেই বুঝা যায়।


বিষবাষ্পে নিঃশেষ হয় একটি জাতি
অন্যরা চুপ রয়
কি নির্দয়!
মানবের চিৎকারে যদি না
কাঁদে তোমার প্রাণ
কিসের মানব তুমি
নিজেকে কেন বলো মানব সন্তান।


সাপঘোপ বাঘ ভালুক
মানুষের শত্রু নয়
ইতিহাস সাক্ষী অাছে
প্রতিবেদন দেখুন
মানুষের হাতে প্রতিদিন
যত মানুষ মরে
স্বাভাবিক মৃত্যু নয় সে হারে।


ধর্মের নামে কপটেরা
হালাল করে মানুষের খুন
কি অদ্ভুত!
শকুন কভু মারে কি শকুন?


কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত,
প্রকাশকাল   ৩০/০৯/১৭ইং