কবিরা উদাসী, স্বপ্নবিলাসী
চঞ্চল  চপল মন খেয়ালী
কবি মহাপ্রেমিক,প্রেম সৈনিক
উলুবনে সাজে তাই মালী


পৃথিবীর বুকে কবিরা অাঁকে
সত্য ও ন্যায়ের ছবি
ভালবাসা কলম, অস্ত্র কলম
জাগ্রত বিবেক কবি।


পথহারা জাতি, খুঁজে ফিরে গতি
উদ্বেগ সবার মনে
কবির লেখনি অাশার বাণী
সাহস যোগায় দুর্দিনে।


কবি নির্ভীক সত্যের পথিক
রক্তচক্ষু ডরে না
ধ্বংসে অসুর প্রতিবাদী সুর
কলম কভু ছাড়ে না।


কবি মহাপ্রাণ রাখে অবদান
সমাজ ও জাতির তরে
সকল কাজে নিজেকে খুঁজে
সাধারন মানুষের ভীড়ে।


কবি বিপ্লবী বুকে তার রবি
পুরাতন করে সংহার
নব জয়গানে সন্মূখ পানে
ছুটে দূর্বার।


কবিরা ভাবুক সরল মিশুক
সদা হাস্য প্রাণ
যা কিছু দেখে ছন্দে লেখে
কবিতা কবির সন্তান।


কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত,
প্রকাশকাল   ২০/০৯/১৭ইং