ভালবাসায় ভরা ছিলো
জনকের ঐ বুক
দেশের তরে দশের তরে
খুঁজে ফিরতেন সুখ
সেই বুকেতে আঘাত করে
মানুষ নামের জোঁক।


পিতা মোদের বন্দি ছিলো
পাক বাহিনীর হাতে
দেশের জন্য দিয়েছিলেন
বুকটা তিনি পেতে
তাদের কভু হয়নি সাহস
চালায় গুলি তাতে।


মীরজাফরের কিছু চেলা
পূর্ন করে ষোলকলা
পনরই আগস্ট সকাল বেলা
খেললো আবার নগ্ন খেলা
আকাশ বাতাস কাঁদলো সেদিন
দেখে এমন শকুন মেলা।


ধানমন্ডিতে পলাশীর সুর
বীণা হাতে, চেনা অসুর
ক্লাইভরা নয়, আমরা নিজে
উহ্, বলবো কি যে মরি লাজে
যা করেনি পাক সেনারা
তা করেছে বাঙ্গালীরা
পিতার বুকে গুলি ছুড়ে
ক্ষমতার ঐ কাঙ্গালিরা।