পিশাচের সাথে আজ মানুষের সন্ধি;
মানবতা বন্দী
সামান্য সুখ পেতে হায়! কত ফন্দি।
জোর করে ধরে রেখে ক্ষমতার ধ্বজ্জা;
ভুলে গিয়ে লজ্জা
কিছু লোক প্রকাশ্যে করে ফুলশয্যা।
ভালো ভালো কথা সুরে সারাক্ষণ গায় গান;
সাধুবেশী শয়তান
কলিজাটা ধরে শেষে জোরে মারে একটান।


এই দেশে বারবার;
তাই দেখি ফিরে আসে জঘণ্য কারবার?
লালসার বলি হয়ে মরে যায় নুসরাত, আবরার।
কিন্তু কী জানো ভাই;
ওরা বীর লড়ে গেছে ওদের মরণ নাই
মানুষের অন্তরে করে নিছে পাকা ঠাঁই।
এই দান বৃথা যেতে পারে না;
জেনে রেখো পাপ কভু বাপকেও ছাড়ে না
মিথ্যার কাছে কভু সত্যটা হারে না।
বীরদের চিৎকার
ভেঙে দেয় জালিমের মজবুত কারাগার
দাবানল হয়ে জ্বলে পুড়ে করে ছারখার।
দেখো ঐ উঁচু শির
ওরা ছিলো প্রতিবাদী ওরা ছিলো খাঁটি বীর
ওরা ছিলো ওরা আছে ওরা ছিঁড়ে জিঞ্জির।